মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ২২:৪৮

চাঁদপুর জেলা কারাগার

নারী কারাবন্দীর একটি কক্ষকে ভিআইপি মানের করা হচ্ছে!

নারী কারাবন্দীর একটি কক্ষকে ভিআইপি মানের করা হচ্ছে!
মির্জা জাকির

চাঁদপুর জেলা কারাগারে প্রথম শ্রেণীর (ভিআইপি) কারাবন্দীদের কোনো ব্যবস্থা নেই। এ কারাগারে নারী কারাবন্দীদের জন্যে চারটি রুম রয়েছে। তার মধ্যে একটি রুমকে আধুনিকায়ন অর্থাৎ টাইলস, হাই কমোড, খাট, চেয়ার-টেবিল, পত্রিকা, বিধি মোতাবেক বই সরবরাহসহ উন্নত খাবারের ব্যবস্থা করে তাকে ভিআইপি মানের করা হচ্ছে। এই কাজের জন্যে ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট কারাগার সূত্রে জানা যায়।

গত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী চাঁদপুরের সাবেক এমপি ডা. দীপু মনির বিরুদ্ধে চাঁদপুরের আদালতে তিনটি মামলা চলমান রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে এখানে এসব মামলা হয়। চাঁদপুর আদালতে এসব মামলায় দীপু মনিকে হাজিরা দিতে হবে। সেজন্যে প্রথম শ্রেণীর নারী কারাবন্দীর জন্যে চাঁদপুর জেলা কারাগারে আলাদা কক্ষ তৈরি করা হচ্ছে বলে জেলা কারাগার সূত্রে জানা গেছে। বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে নারী কারাবন্দীদের জন্যে উক্ত কারাগারের পূর্বদিকে যে চারটি আলাদা রুম রয়েছে সেখানেই একটি কক্ষকে ভিআইপি মানের উন্নত কক্ষে প্রস্তুত করা হচ্ছে বলে জানা যায়।

এদিকে সোমবার (৭ এপ্রিল ২০২৫) সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর জেলা কারাগারে ২০টি বড়ো ও ২৪টি ছোট রুমে ৪৭৫ জন কারাবন্দীর স্থলে ৬৯৬ জন কারাবন্দী রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এর মধ্যে নারী কারাবন্দী ২০জনের ধারণ ক্ষমতা রয়েছে। এই কারাগারে বর্তমানে দুজন পুরুষ ও একজন নারী ফাঁসির আসামী রয়েছে বলে জানা যায়। সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে এই কারাগারে দর্শনার্থীদের জন্যে কোনো প্রকার বসার ব্যবস্থা বা সুবিধা নেই। নেই বিশ্রামাগার, ওয়াশরুম ও ফিডিং রুম। অনেকটা খোলা আকাশের নিচে দশনার্থীদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব সমস্যা জানানো হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়