রবিবার, ১৬ মার্চ, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ২২:০৮

শাহরাস্তিতে অপপ্রচারের প্রতিবাদ ও নিরাপত্তা চেয়ে স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে অপপ্রচারের প্রতিবাদ ও নিরাপত্তা চেয়ে স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন
শাহরাস্তি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্কুল শিক্ষক সাফায়েত হোসেন।

শাহরাস্তিতে অসত্য তথ্য দিয়ে অপপ্রচার ও ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার আয়নাতলী গ্রামের মৃত জুনাব আলীর পুত্র সাফায়েত হোসেন। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শনিবার (১৫ মার্চ ২০২৫) বিকেলে শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে এ দাবি জানান তিনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, আয়নাতলী গ্রামের অ্যাড. কামাল হোসেন শনিবার বিভিন্ন মিডিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা ও অসত্য তথ্য উপস্থাপন করে যে সকল বক্তব্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। প্রকৃত ঘটনা হলো--তার পিতা মো. ফজলুল হক পাটোয়ারীর ওয়ারিশগণ বিগত সিএস রেকর্ডীয় মালিক থেকে উক্ত ভূমি ক্রয় করেন। তিনি পৈত্রিক ওয়ারিশ সূত্রে ও বিগত ২০২৩ সালে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্রয় সূত্রে উক্ত ভূমির মালিক। তার বর্তমান দলিলের চৌহুদ্দী উত্তরে আব্দুর রহমানের ওয়ারিশ, দক্ষিণে তিনি নিজে, পূর্বে রাস্তা, পশ্চিমে হারুন রশিদ গং। বিগত সিএস রেকর্ড থেকে অদ্যাবধি অর্থাৎ ১০০ বছর যাবতকালে উক্ত ভূমিতে তারা বংশ পরম্পরায় চাষবাস করে ও বসতঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। গত জানুয়ারি মাস থেকে দুই মাস লাগাতারভাবে মাথায় ওড়ায় দিনের আলোতে মাটি ভরাট করে সীমানা পিলার দিয়ে গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে আবাদ করে আসছেন। বিগত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কামাল হোসেন ও তার ভাই আনোয়ার হোসেনসহ তাদের পরিবারের লোকজন দা ও লাঠিসোটা নিয়ে তার ক্রয়কৃত, ভরাটকৃত ও চাষবাসকৃত জমির সীমানা প্রাচীর কেটে ফেলে এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করতে আসলে কামাল ও আনোয়ার তাকে দা, বটি দিয়ে কোপাতে আসে এবং জানে মেরে ফেলবে বলে আমার ছোট ছোট ছেলেমেয়েকে দা নিয়ে দৌড়িয়ে যায়। ওইখানে উপস্থিত কে বা কারা উক্ত ঘটনা ভিডিও করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, তারপর থেকে তারা আমাকে ও আমার পরিবারকে দায়ী করে নানা প্রকার হুমকি-ধমকি দেয়, যাতে করে আমি শিক্ষক মানুষ পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়