প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ২১:৩৫
বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকেলে কাজিরবাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক লিমিটেড-এর ভবনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মো. আবু তাহেরের সভাপতিত্বে ও জুবায়ের হোসেন রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি অধ্যক্ষ মো. হারুন অর রশিদ ওসমানী।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ের অনুষ্ঠানে, নামাজে মসজিদে, আকিকার অনুষ্ঠানে নিজের বাড়িতে শান্তিপূর্ণভাবে পরিবারের সাথে অবস্থান করতে পারি নি। আল্লাহ তায়ালার মেহেরবানি জমিনের নিচে কুরআন এবং সুন্নাহর আলোকে, উন্মুক্ত পরিবেশে আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করতে পারছি। তিনি আরো বলেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আগামী দিনে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংসদ থেকে কুরআনের আইন বাস্তবায়ন করতে চাই। আসুন আমরা এজন্যে আজ থেকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. অজি উল্লাহ সরকার । বক্তব্য রাখেন শুরা ও কর্মপরিষদ সদস্য, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা মো. সাইফুল ইসলাম। ইসলামী সংগীত পরিবেশন করেন মো. দেলোয়ার হোসেন প্রধানীয়া, কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ রিয়াজ প্রধানীয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন আকন্দ, সহ-সেক্রেটারি আফজাল হোসেন, যুব বিভাগের সভাপতি মো. সাগর প্রধানীয়া, ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী। আলোচনা সভা শেষে ইফতার পূর্বে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।