প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২২:২২
বাকিলায় জামায়াতের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াত ইসলামী হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড (বাকিলা-মহেশপুর-খলাপাড়া) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাকিলা উচ্চ বিদ্যালয়ের হলরুম আয়োজিত রামাদ্বান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপ্রধান ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলাম বাকিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি ডা. আব্দুল মান্নান।
|আরো খবর
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখার আমীর মোহাম্মদ কলিম উল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মুজাম্মেল হোসেন মজুমদার পরান, বাকিলা ইউনিয়ন আমীর মাওলানা আবু তাহের, ইউনিয়ন নাযেবে আমীর কাজী শরিফুল ইসলাম, ইউনিয়ন জামাযাতের সেক্রেটারী মাওলানা শাকিক প্রমুখ।
৯নং ওয়ার্ড সেক্রেটারী মো. আরাফাত হোসেন মিয়াজীর সঞ্চালনে সঞ্চালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সংখ্যালঘু বিষষক সম্পাদক জামাল উদ্দিন মিয়াজী, বাকিলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, বাকিলা জিলানী মসজিদের পেশ ইমাম মাওলানা আবু তাহের, বিএনপি নেতা মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নাজির আহমেদ, মাওলানা বিল্লাল হোসাইন, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামছুদ্দিনসহ বাজার ব্যবসায়ী, জামায়াত ও ছাত্রশিবিরসহ এলাকাবাসী।