মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২০:৪৮

পাঁচ দফা দাবিতে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

রবিউল হাসান।।
পাঁচ দফা দাবিতে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সম্প্রতি ম্যাটস্, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করেছেন চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (১০ মার্চ ২০২৫) বিক্ষোভ মিছিলটি কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে বের হয়ে কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সে সময় শিক্ষার্থী এবং চিকিৎসকরা 'নো এমবিবিএস, নো বিডিএস--নো ডাক্তার নো ডাক্তার', 'এক দুই তিন চার, ভুয়া ডাক্তার বাংলা ছাড়', 'ডিএমএফ ম্যাটস, ভুয়া ডাক্তার ভুয়া ডাক্তার ', 'এমবিবিএস, বিডিএস ছাড়া ডাক্তার মানি না মানবো না' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ইন্টার্ন চিকিৎসক সিজান শেখ বলেন, শুধু ৫ দফার জন্যে আমাদের আন্দোলন না, আমাদের আন্দোলন পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্যে। অনেকে এসএসসি পাস করে যত্রতত্র এন্টিবায়োটিক ওষুধ দিচ্ছেন। এন্টিবায়োটিক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর প্রভাবে মানুষ মারা যাচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, প্রতিবছর এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে প্রায় এক লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। এমবিবিএস এবং বিডিএস ডাক্তার কোনো ওষুধ লেখার আগে ওই ওষুধের গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া চিন্তা করেন। এদিক দিয়ে ম্যাটস এবং ডিএমএফ উনারা ওষুধ লেখার পূর্বে গুণাগুণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা না রেখেই লিখে দিচ্ছেন।

মেডিকেল শিক্ষার্থী মেহেদী হাসান মিশু বলেন, স্বাস্থ্য আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। স্বাস্থ্যখাতে দক্ষ চিকিৎসকের অভাব রয়েছে। ম্যাটস এবং ডিএমএফরা অদক্ষ। অল্প টাকায় সাধারণ মানুষকে ভুল চিকিৎসা দিচ্ছে, যা সাধারণ জনগণের স্বাস্থ্যের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছে।ম্যাটস এবং ডিএমএফ-এর ভুল চিকিৎসা ডাক্তার সমাজের ওপর কলঙ্ক সৃষ্টি করছে। ম্যাটস এবং ডিএমএফকে উৎখাত করা ও এমবিবিএস, বিডিএস ডাক্তারদের প্রসারিত করা হোক। তিনি আরো বলেন, ম্যাটস এবং ডিএমএফ'র বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। এদের কাছ থেকে যেনো চিকিৎসা সেবা না নেয়। ম্যাটস, ডিএমএফ ও এমবিবিএস, বিডিএস পার্থক্য বুঝে যেনো জনগণ তাদের সঠিক চিকিৎসা নিতে পারে সেই আহ্বান রইলো।

বিক্ষোভ মিছিলের পূর্বে ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চাঁদপুর সিভিল সার্জন ও চাঁদপুর মেডিকেল কলেজ পরিচালকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। বিক্ষোভ মিছিলে ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়