মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৬

কচুয়ায় প্রয়াত এমপি রফিকুল ইসলাম রনি’র স্মরণ সভা

মেহেদী হাসান
কচুয়ায় প্রয়াত এমপি রফিকুল ইসলাম রনি’র স্মরণ সভা

কচুয়ার সাবেক জনপ্রিয় ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য মরহুম রফিকুল ইসলাম রনি’র ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কচুয়া পৌর বাজারস্থ সুলতান ভূইয়া কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত ‘কচুয়া অ্যাড মিডিয়া সেন্টারে’ কচুয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জিসান আহমেদ নান্নুর উদ্যোগে দোয়া-মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।

কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহ-সভাপতি আমির হোসেন মজুমদার, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কবি আলী আক্কাছ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সামাজিক সংগঠন আলোর মশালের সহসভাপতি মেহেদী হাসান সাকিব, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুমন ও সমাজকর্মী ফয়সাল আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়