বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০১

মতলব উত্তরে নিষিদ্ধ ১০৮ কেজি পলিথিন জব্দ ॥ ৫ হাজার টাকা জরিমানা

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে নিষিদ্ধ ১০৮ কেজি পলিথিন জব্দ ॥ ৫ হাজার টাকা জরিমানা

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই ব্যবসায়ী থেকে ১০৮ কেজি পলিথিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক ওই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চাঁদপুরের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় মতলব উত্তর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধন) ২০১০-এর ৬ ক দণ্ড ১৫ (১)-এর ৪ (খ) ধারা লংঘন করায় ১টি দোকান থেকে প্রায় ১০৮ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলথিন জব্দ করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযুক্ত ব্যক্তি হলেন ছেংগারচর বাজারের নজরুল স্টোরের আব্দুস ছাত্তার (৬৫)।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারের নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত পিলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্যে প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়