সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩

ফরিদগঞ্জে চারদিনব্যাপী অমর একুশে বইমেলা সমাপ্ত

বই মানুষের মাঝে সৃজনশীলতা জাগ্রত করে

----ইউএনও সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জ প্রতিনিধি
বই মানুষের মাঝে সৃজনশীলতা জাগ্রত করে

সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ, একুশের কবিতা আবৃত্তি, বই পর্যালোচনা, সনাতনী ধারা ও বারোয়ারি বিতর্ক, স্থানীয় কবি-সাহিত্যিকদের (যাদের প্রকাশিত বই রয়েছে) সম্মাননা এবং বই ক্রেতাদের বিশেষ পুরস্কার প্রদানের মধ্য দিয়ে ফরিদগঞ্জে সমাপ্ত হলো চারদিনব্যাপী অমর একুশে বই।

ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বছর চারদিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টায় মেলার কার্যক্রম সমাপ্তিও করেন উপজেলা নির্বাহী অফিসার।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, একুশ আমাদের গর্বের ইতিহাস। একুশকে তাই শ্রদ্ধার সাথে পালন করা হয়। বই কিনে কেউ দেউলিয়া হয় না। মানুষের মাঝে সৃজনশীলতা জাগ্রত করে বই। অমর একুশে বই মেলাটি যদি ৭/১০ দিনব্যাপী করতে পারতাম ভালো লাগতো। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। আশাকরি সবার সহযোগিতা থাকলে বিশেষ করে ফরিদগঞ্জের পুস্তক ব্যবসায়ীদের সহযোগিতায় আগামীতে আমরা আরো বড় পরিসরে বইমেলা করতে পারবো। এবার যেটুকু হয়েছে তার কৃতিত্ব দিতে হবে ফরিদগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ সাহেবকে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা এবং আগ্রহের কারণে বইমেলাটি হয়েছে।

চারদিনব্যাপী বইমেলার অনুষ্ঠানমালার মধ্যে প্রথম ও শেষদিন ফরিদগঞ্জ লেখক ফোরামের পরিবেশনায় ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, ২য়দিন স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ, ৩য়দিন একুশের কবিতা আবৃত্তি ও বই পর্যালোচনা, ৪র্থদিন বিকেলে ছিলো সনাতনী ধারার বিতর্ক। বিতর্কে অংশ নিয়েছে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ। বিতর্কের বিষয় ছিলো ‘শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধে অভিভাবকের চেয়ে শিক্ষকের গুরুত্ব অধিক।’ পক্ষ দল ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, বিপক্ষ দল গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ। আড়াই পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের দলনেতা সুমাইয়া জাহান। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন নুরুল ইসলাম ফরহাদ, মডারেটর শামিম শেখ, বিচারক ফয়সাল তাহসান ও আনিছুর রহমান। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বারোয়োরি বিতর্ক। বিষয় ছিলো ‘আমার পেশায় আমি সেরা'। এতে অংশ গ্রহণ করেন ফরিদগঞ্জ লেখক ফোরামের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। বিতর্কের সভাপ্রধান ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, মডারেটর ছিলেন নুরুল ইসলাম ফরহাদ। বিতর্কে অংশ নেন ডাক্তার শামিম শেখ, ব্যাংকার ফয়সাল তাহসান, শিক্ষক আনিছুর রহমান, ঘটক তারেকুর রহমান তারু, সাংবাদিক জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার জহির আহমেদ সাজিদ ও পুলিশ মোবারক করিম।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সৌজন্যে স্থানীয় পর্যায়ে যাদের প্রকাশিত বই রয়েছে সে সকল কবি সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হয়। বিশেষ করে অমৃত ফরহাদ, দন্তন্য ইসলাম, পাভেল আল ইমরান, নুরেজ্জামান, মো. নাছির উদ্দিন, রাসেল ইব্রাহিম, ইলিয়াস বকুল, কাব্য রাত্রি, তৃপ্তি মনি ও সাহেদ বিন তাহেরকে এই সম্মানে ভূষিত করা হয়। এছাড়া সিটি লাইব্রেরি স্টল থেকে যে সকল ক্রেতা বই ক্রয় করেছেন তাদের প্রত্যেককে একটি টোকেন প্রদান করা হয়। মেলা শেষে সেসব টোকেন থেকে লটারির মাধ্যমে ৫জন বই ক্রেতাকেও পুরস্কার প্রদান করা হয়।

নবীন, প্রবীণ লেখকদের বইয়ের সমারোহে মেলা ছিলো উৎসবমুখর। প্রতিদিনই ফরিদগঞ্জ লেখক ফোরামের সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর. এম জাহিদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়ালী উল্যাহ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও অন্যন্যা নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়