প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২০:৪১
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চাঁদপুর শহরের পুরাণবাজারে মুসলিম গাজী (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সদস্য এবং পুরাণবাজার ব্রিজ সংলগ্ন গাজী বাড়ির মিজান গাজীর ছেলে। পেশায় তিনি রংমিস্ত্রির কাজ করতেন।
|আরো খবর
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকালে তিনি বাসার আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন আসার পরে বিস্তারিত জানা যাবে।