প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২২:০৯
হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

হাজীগঞ্জে 'মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন' শ্লোগানে মাদকবিরোধী সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের রঘুনাথপুর বাজারে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
|আরো খবর
মাদক কারবারি জাকির, জিসান, মহিন, খোরশেদ, আবু বকর, হাসেম, মোহাম্মদ উল্যাহ্, জাহাঙ্গীর, হাসানসহ অন্য মাদক কারবারিদের হাত থেকে মুক্তি পেতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইউনিয়নের বাসিন্দারা।
এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া, সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন কিসলু মোল্লা, ইসহাক বেপারী, মোখলেছুর রহমান, জিসান আহমেদ, ইসহাক, রনি, আলমাস, মনা, সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, মাদক কারবারিদের কাছে ইউনিয়নের মানুষ অসহায়। তারা মানুষকে মারধর করে, হুমকি-ধমকি দেয়। মাদক বিক্রি করতে বাধ্য করে। প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করে। আর মাদকসেবীরা চুরি-ছিনতাই করে। এতে অপরাধমূলক কার্যক্রম বেড়ে গেছে।
তারা আরও অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শিথিলতার সুযোগে মাদক কারবারীরা বেপরোয়া হয়ে গেছে। তারা আইনের ফাঁকফোকরে জেল থেকে জামিনে বের হয়ে আসে। যার ফলে সমাজ ধ্বংসের পথে। আমরা এ থেকে পরিত্রাণ চাই।
সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সমাজসেবক সোহরাব হোসেন আনোয়ার, আব্দুল মান্নান, জামাল হোসেন মেম্বার, ডা. ফয়েজ, খোরশেদ আলম, আবুল কালাম, আব্দুল হান্নানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।