প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২৩:১৯
সরকারি শিশু পরিবারে চাঁদপুর রোটারী ক্লাবের 'পাঠ সহজিকরণ প্রকল্প' উদ্বোধন

চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবার, চাঁদপুর-এর নিবাসী এতিম শিশুদের জন্যে 'পাঠ সহজিকরণ প্রকল্প' উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সন্ধ্যায় শিশু পরিবারের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর রোটারী ক্লাবের অনারারী মেম্বার মোহাম্মদ মোহসীন উদ্দিন।
|আরো খবর
চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিয়া)-এর সভাপতিত্বে ও প্রকল্পের আহ্বায়ক, ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান অধ্যাপক মো. জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া ও সমাজসেবা বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান ফ্যাসিলিটেটর রোটারিয়ান তমাল কুমার ঘোষ, ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, শিশু পরিবারের তত্ত্বাবধায়ক সাইফুদ্দিন প্রমুখ। মঞ্চে উপবিষ্ট ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান সুভাষ চন্দ্র রায়।
গত ১ জুলাই ২০২৫ (মঙ্গলবার) ২০২৫-২০২৬ রোটারী বর্ষের প্রথম দিন উদযাপন (ফার্স্ট ডে সেলিব্রশন) উপলক্ষে সরকারি শিশু পরিবারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জেলা প্রশাসক মহোদয় চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে নিবাসীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। সেমতে গণিত, ইংরেজি, বিজ্ঞান ইত্যাদি জটিল বিষয়ে পাঠদানের জন্যে চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে ৮জন শিক্ষক নিয়োগ দিয়ে 'পাঠ সহজিকরণ প্রকল্প' গ্রহণ করা হয়। জেলা প্রশাসক তাঁর অনুরোধ রক্ষার্থে স্বল্পতম সময়ে প্রকল্পটি গ্রহণ করায় অভিভূত হন ও আবেগতাড়িত অনুভূতি ব্যক্ত করেন। তিনি এই সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর জন্যে শিশু পরিবারের নিবাসীদের প্রতি আহ্বান জানান।