প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৯:৩৪
রামগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদের সাথে নবনির্বাচিত শিক্ষক সমিতির পরিচিতি সভা

লক্ষ্মীপুরের রামগঞ্জে গত ১২ জুলাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নবনির্বাচিত শিক্ষক নেতাদের সাথে মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেল ৩ টায় রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের সাথে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা বেগমের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইউসুফের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সুযোগ্য উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. এমরান হোসেন, সাইফুল ইসলাম সাইফ, ফরিদ হোসেন, ফারহানা আক্তার, নবনির্বাচিত সভাপতি মো. আবুল বাসার, নির্বাহী সভাপতি মো. শাহ আলম, রামগঞ্জ উপজেলার স্কাউট কমিশনার সাঈদ মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি (মহিলা) মৌসুমী আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।
|আরো খবর
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম বলেন, নবনির্বাচিত কমিটি শিক্ষকদের কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা করছি। প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. ইমরান হোসেন বলেন, আপনারা সবাই মিলেমিশে শিক্ষকদের কল্যাণে কাজ করবেন। আমাদের তরফ থেকে যতোটুকু সাহায্য সহযোগিতা দরকার আমরা তা করবো। আপনারা সারা বাংলাদেশে একটা রোল মডেল হবেন বলে আশা করছি। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করছি।