বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৩

শাহরাস্তিতে শিক্ষক সমিতির মিলন মেলায় উপস্থিতি নিয়ে সবাই হতাশ

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে শিক্ষক সমিতির মিলন মেলায় উপস্থিতি নিয়ে সবাই হতাশ

শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমাজকল্যাণ সমিতির অভিষেক ও মিলনমেলায় শিক্ষকদের উপস্থিতি সবাইকে হতাশ করেছে। বেশ কিছুদিন ধরে উপজেলা পরিষদ মাঠে জমকালো আয়োজনের সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হলেও আয়োজকরা হতাশ হয়েছেন। নির্ধারিত আসনের অধিকাংশই ছিলো ফাঁকা।

নবনির্বাচিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শনিবার সকাল থেকে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ওই মিলনমেলায় শাহরাস্তি উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসার প্রায় ৯শ' জন শিক্ষক-কর্মচারী থাকলেও মিলন মেলায় উপস্থিত হয়েছেন হাতেগোণা কিছু শিক্ষক।

জানা যায়, ৩৪ বছর পর গত ১১ নভেম্বর প্রথম বারের মতো মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন নির্বাচনে প্রায় ৭শ'র মতো শিক্ষক-কর্মচারী ভোট প্রদান করলেও আজকের মিলন মেলায় উপস্থিত হয়েছেন হাতেগোণা কিছু শিক্ষক। এতো কম শিক্ষক- কর্মচারী উপস্থিত হওয়ার কারণ রাজনৈতিক বিষয়, কমিটির যোগাযোগের ঘাটতি ও শিক্ষকদের ভেতর আলাদা আলাদা গ্রুপিং আছে বলে জানান কয়েকজন সিনিয়র শিক্ষক। তারা আরো জানান, মিলন মেলায় মাধ্যমিক স্কুল-মাদরাসার পাশাপাশি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তারা কেউ উপস্থিত হননি।

শিক্ষক উপস্থিতি কম হওয়ায় দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সভাপতি আ. রহিম। সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, তালিকা অনুযায়ী অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক উপস্থিতি কম থাকায় হতাশা প্রকাশ করেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। তিনি বলেন, শিক্ষকদের মাঝে গ্রুপিং থাকাটা কাম্য নয়।

আরেক বিশেষ অতিথি উপজেলা আইসিটি অফিসার মো. শাহজাহান মিয়া শিক্ষক মিলন মেলায় অনুরূপ হতাশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়