মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০

৩১ দফার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে

------------শরীফ মো. ইউনুছ

অনলাইন ডেস্ক
৩১ দফার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে
১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন শরীফ মো. ইউনুছ।

ফরিদগঞ্জের ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) ইউনিয়নের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মো. ইউনুছ। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ধ্বংস করা বাংলাদেশকে মেরামত এবং সংস্কার করে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ৩১ দফার বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতন করে তুলতে হবে। এজন্যে জনগণের দোরগোড়ায় আমাদের পৌঁছতে হবে। তবেই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঘোষিত কর্মসূচি সম্পর্কে জনগণ অবগত হবেন এবং আকৃষ্ট হবেন। জনাব তারেক রহমান বলেছেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার জন্যে। নির্বাচিত সরকারই সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। শরীফ মো. ইউনুছ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পালিয়ে যাওয়া হাসিনা ও তার দোসরদের কোনো প্রকার ছাড় না দিয়ে জনগণের সাথে থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য, সাবেক চেয়ারম্যান আলহাজ আবু তালেব পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক একে মজুমদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বি, সাবেক সভাপতি কাওসার খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশেক এলাহী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহিদুল্লাহ বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম গাজী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়