প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:২৯
শাহরাস্তিতে হেল্পিং হ্যান্ড ইউথ ফাউন্ডেশনের বই বিতরণ
শাহরাস্তিতে হেল্পিং হ্যান্ড ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে বই বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) দুপুরে উপজেলার চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক বাবর ইব্রাহিমের যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, শাহরাস্তি শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি ও স্কুল শাখার সিনিয়র শিক্ষক মো. আবুল বাসার। উপস্থিত ছিলেন কলেজ শাখার প্রভাষক রিক্তা রাণী, রত্ন রাণী দেবনাথ, সংগঠনের উপদেষ্টা কাউসার ইসলাম, কোষাধ্যক্ষ রিফাদুল ইসলাম, সদস্য জহির রায়হান, তাসদিন শাহরিয়ার, তারেক অমিত, আল আমিন, মিরাজুল, মোনাব্বির, রাসেল, নোমান, মোশাররফ, মুন্না প্রমুখ।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। ইতিমধ্যে এ সংগঠনের উদ্যোগে অসহায় রোগীদের চিকিৎসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ, বন্যায় অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।