বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২০:৫৫

তরুণদের উদ্ভাবনী শক্তির মাধ্যমেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তারুণ্যের উৎসব : . ইউএনও সুলাতানা রাজিয়া

প্রবীর চক্রবর্তী
তরুণদের উদ্ভাবনী শক্তির মাধ্যমেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তারুণ্যের উৎসব : .   ইউএনও সুলাতানা রাজিয়া

ফরিদগগঞ্জে দুই মাসব্যাপি তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি ২০২৫) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও সুলাতানা রাজিয়ার সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং ছাত্র প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তির মাধ্যমেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে এই তারুণ্যের উৎসব। আজকের তরুণরাই ভবিষ্যৎ কর্ণধার। তাই সরকার চায় তাদের মেধা ও মননের মাধ্যমে এবং জুলাই বিপ্লবকে সামনে রেখে এদেশ নিয়ে নতুনভাবে ভাবা, নতুন করে স্বপ্ন দেখা, যাতে আগামীর বাংলাদেশ এই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। সে লক্ষ্যে সরকার ১ জানুয়ারি থেকে তারুণ্যের উৎসবের আয়োজন করেছে। এই আয়োজনে সরকারি নির্দেশনা মোতাবেক নানা আয়োজন থাকবে। প্রতিটি আয়োজনই তরুণদের নিয়ে। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সাকিল হাসান, গণমাধ্যমকর্মী শামীম হাসান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্র প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়