প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:২৪
চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উদযাপন
শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো প্রীতি ফুটবল ম্যাচ, বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে কলেজ শাখার উদ্যোগে অধ্যক্ষ মো. আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক রত্না রাণী নাথ ও বাংলা বিভাগের প্রভাষক মো.জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাজির আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাহরাস্তি শাখার ব্যবস্থাপক মোফখরুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাসার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মো. সফিকুল আলম ও শিক্ষার্থী মাজহারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. নেয়ামত হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক প্রভাষক মোহাম্মদ আলী, শাহজামাল, রিক্তা রাণী, সালমা আক্তার, সাদিয়া আফরিন, শামীম হোসেন, সোনিয়া আক্তার, হাফিজুর রহমান, কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।