সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:১৪

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডা. নূর আলম দীন, আড়াইশ’ শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটু, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহ. অলিউল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সাইফুল হাসান আলামিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কেএম আমিনুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঞা প্রমুখ।

এছাড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় জেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

বিশেষ করে অবৈধ দখলমুক্ত করে এসবি খালকে সচল করা, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তাকে সড়ক ও জনপথ বিভাগের প্রকল্পে অন্তর্ভুক্ত করা, সেচ মৌসুমে চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ভেতরে এবং বাইরে কোনো জমি যাতে সেচ সুবিধা থেকে বাদ না থাকে তা নিশ্চিত করা, চাঁদপুর জেলার বড়ো বড়ো প্রকল্পগুলোর উন্নয়ন কাজকে এগিয়ে নেয়াসহ আরো বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়।

এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সরকারি কর্মসূচিতে প্রতিটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রোগ্রামে সপরিবারে উপস্থিত থাকার জন্যে বলা হয়।

সভায় বক্তারা জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ নিষ্ঠার সাথে সুচারুরূপে বাস্তবায়নের জন্যে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপ্রধানের বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়