প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭
কচুয়ায় মাদক বিরোধী সমাবেশ
কচুয়ায় আইন শৃঙ্খলা, বাল্য বিবাহ ও ইভটিজিংসহ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের সাতবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জামে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় যুব সংঘের যৌথ ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
গোহট উত্তর ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেনের সভাপতিত্বে ও সাতবাড়িয়া যুব সংঘের সদস্য কামরুল ইসলামের সঞ্চালায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসআই মামুনুর রশিদ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার মনির হোসেন, প্রভাষক ওয়াসিক আকরাম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, খতিব আবুল কালাম আজাদ ও ডা. জহির হোসেন প্রমুখ।