বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ২০:৩৮

কচুয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে মানববন্ধন

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে মানববন্ধন
কচুয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে মানববন্ধন

সারাদেশের ন্যায় কচুয়ায় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে ৬ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো আদায়ে একত্রিত হন। ৬ দফা দাবি হলো- (১) স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, (২) ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে ডব্লিউএইচও-এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালে স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। (৩) গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকুরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। (৪) ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে এই বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। (৫) মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। (৬) বি- ফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে। মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করলেও মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালে টেকনোলজিস্টদের জন্যে প্রয়োজনীয় পদ সংখ্যা সৃষ্টিতে উদাসীনতা, পদোন্নতি ও বদলির সুযোগ না থাকা এবং উচ্চশিক্ষার অভাব তাদের পেশাগত বিকাশে বাধা সৃষ্টি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট থাকা উচিত। অথচ বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় টেকনোলজিস্টদের কেবল ১% আছে। এতে সরকারি স্বাস্থ্যসেবার মান ব্যাহত হচ্ছে, রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। মানববন্ধনে অংশ নেন এমটি ল্যাব ফাতেমা খাতুন ও লুৎফর রহমান, ফার্মাসিস্ট অনুপম সরকার ও নাসির উদ্দিন, এমটি ইপিআই বোরহান উদ্দিন, এক্সরে টেকনোলোজিস্ট নবাব আলী লিটন, এমটি ল্যাব হৃদয় দেব, খোকন আল মামুন, শুভ সরকার, নাহিদুল হক, ল্যাব মাইনুল কবির, মাহদুল ইসলাম, লিপি রাণী নাহা, শরিফুল ইসলাম ও সুমনসহ স্থানীয় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবীরা। অংশগ্রহণকারী সকলে দাবি আদায়ের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়