বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৬:৫৭

কচুয়ায় ৫ ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় ৫ ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ
ছবি ১ : জেলা প্রশাসকের জারিকৃত প্রজ্ঞাপন। ছবি ২: কচুয়ায় অপসারণ করা ৫ ইউপি চেয়ারম্যান।

কচুয়ায় ৫ ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৮ নভেম্বর ২০২৪) চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন ১, ৩, ৪, ৭ ও ১০ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন উল্লেখ করা হয়।

ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখে একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রের আলোকে কচুয়া উপজেলাধীন উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও প্যানেল চেয়ারম্যানগণের অনুপস্থিতিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে ১নং সাচার ইউনিয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ৩ নং বিতারা ইউনিয়ন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীকে ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন, উপজেলা সমবায় কর্মকর্তাকে ৭ নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন ও উপজেলা কৃষি কর্মকর্তাকে ১০ নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

এ ব্যাপারে গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন বলেন, প্রতিদিনের মতো আজ ইউনিয়ন পরিষদে এসে জানতে পারলাম

আমাকে অব্যাহতি প্রদান করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকে নিয়মিত পরিষদের কার্যক্রম পরিচালনা করা সত্ত্বেও আমাকে অনুপস্থিতি দেখিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি হতবিহ্বল।

পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিব মজুমদার জয় জানান, আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর দল-মত নির্বিশেষে ইউনিয়নবাসীর সেবা করে আসছি এবং উপজেলা প্রশাসনের সকল মিটিংয়ে নিয়মিত উপস্থিত থেকে প্রশাসনের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাকে কী কারণে অনুপস্থিতি দেখিয়ে বাতিল করা হয়েছে এ বিষয়ে আমি অবগত নই। এছাড়া সাচার, বিতারা ও কচুয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য জানতে তাদের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়