বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:২০

টিন কেটে স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি

কামরুজ্জামান টুটুল
টিন কেটে স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি

টিন কেটে কন্যা কুমারী নামের এক স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কন্যা কুমারী হাজীঞ্জের আলীগঞ্জ বাজারে অবস্থিত। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে। ঘটনায় চোরেরা ৩ ভরি স্বর্ণ, ৩৫ ভরি রুপা ও নগদ ৩ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকা মালামাল নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কানাই লাল দাস চাঁদপুর কন্ঠকে জানান, প্রতিদিনের মতো তিনি শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। পরের দিন শনিবার সকালে তিনি দোকান খুলে দেখেন চালের টিন খোলা এবং দোকানের সব কিছু এলোমেলো। পরে তিনি দেখেন দোকানে থাকা ৩ ভরি স্বর্ণ, ৩৫ ভরি রুপা ও ক্যাশে থাকা ৩ হাজার টাকা নেই।

এ সময় তিনি বলেন, বাজারে দারোয়ান থাকা সত্ত্বেও কিভাবে চুরি হয় ? এর আগে একটি কোম্পানীর ডিস্ট্রিবিউটরের গ্রীল কেটে নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। চুরির ঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, বিষয়টি শুনেছি এবং খোঁজ-খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়