প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:২০
টিন কেটে স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি
টিন কেটে কন্যা কুমারী নামের এক স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কন্যা কুমারী হাজীঞ্জের আলীগঞ্জ বাজারে অবস্থিত। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে। ঘটনায় চোরেরা ৩ ভরি স্বর্ণ, ৩৫ ভরি রুপা ও নগদ ৩ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকা মালামাল নিয়ে যায়।
|আরো খবর
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কানাই লাল দাস চাঁদপুর কন্ঠকে জানান, প্রতিদিনের মতো তিনি শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। পরের দিন শনিবার সকালে তিনি দোকান খুলে দেখেন চালের টিন খোলা এবং দোকানের সব কিছু এলোমেলো। পরে তিনি দেখেন দোকানে থাকা ৩ ভরি স্বর্ণ, ৩৫ ভরি রুপা ও ক্যাশে থাকা ৩ হাজার টাকা নেই।
এ সময় তিনি বলেন, বাজারে দারোয়ান থাকা সত্ত্বেও কিভাবে চুরি হয় ? এর আগে একটি কোম্পানীর ডিস্ট্রিবিউটরের গ্রীল কেটে নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। চুরির ঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, বিষয়টি শুনেছি এবং খোঁজ-খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।