প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮
কচুয়ায় জাতীয় মানবাধিকার সোসাইটির পরিচিতি সভা
জাতীয় মানবাধিকার সোসাইটি কচুয়া উপজেলা শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কচুয়া পৌর বাজারের তালুকদার সুপার মার্কেটের তৃতীয় তলায় জাতীয় মানবাধিকার সোসাইটি কচুয়া উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম তামিজ।
|আরো খবর
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট ইব্রাহীম খলিল মজুমদার, সহকারী মহাসচিব আবুল বাশার বাদল, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন শিকদার, সমাজকল্যান সম্পাদক মাসুদ আলম পাটওয়ারী, ছাত্র কল্যান সম্পাদক মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. হাওয়া বেগম, সদস্য মোরশেদ আহমেদ সুমন প্রমূখ।
পরিচিতি সভা শেষ কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দকে মুজিব শতবর্ষের ক্রেস্ট প্রদান করা হয়।