শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫

কচুয়া সড়কে মরা গাছ ভেঙ্গে পড়ার আতঙ্ক !

অনলাইন ডেস্ক
কচুয়া সড়কে মরা গাছ ভেঙ্গে পড়ার আতঙ্ক !

শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া থেকে শুরু করে কচুয়া উপজেলা পর্যন্ত রাস্তার দু' পাশে অসংখ্য সরকারি গাছ মারা গেছে। গাছগুলো এভাবেই বছরের পর বছর দাঁড়িয়ে আছে। রোদে শুকিয়ে বৃষ্টিতে ভেজে মরা গাছগুলো অনেকটা উরমজা হয়ে গেছে। যার দরুন যেকোনো সময় গাছগুলো ভেঙ্গে পড়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারে। আর ওই সড়কে যারা নিয়মিত চলাচল করেন তাদেরই একজন ইসলামিক ফাউন্ডেশন-এর ফিল্ড সুপারভাইজার মোস্তফা কামাল তার ফেসবুক পেইজে সড়ক বিভাগকে দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট দেয়। সেখানে অনেকেই কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত সমাধান করার আশা ব্যক্ত করে কমেন্ট করেন।

মোস্তফা কামাল তার ফেসবুক পেইজে এভাবেই পোস্ট করেছিলেন প্রিয় পাঠক আপনাদের অবগতির জন্য তার লেখা টি তুলে ধরা হলো :

দৃষ্টি আর্কষণ : - যথাযথ কর্তৃপক্ষ (চাঁদপুর)।

বিষয় : সরকারি রাস্তার পাশে মৃত গাছ কর্তন।

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া থেকে শুরু করে কচুয়া উপজেলা পর্যন্ত রাস্তার দু'পাশে অসংখ্য সরকারি গাছ রয়েছে, যা বহুদিন হয়েছে মারা গেছে। তবে এখনও দাঁড়িয়ে আছে বিপদজনক অবস্থায়। যে কোনো সময় সাধারণ মানুষ কিংবা যানবাহনের উপর ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। আল্লাহ না করুক যদি এরকম কোন দূর্ঘটনা ঘটে মানুষের প্রাণ চলে যায়, তাহলে আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকবেনা। কেননা 'একটি দূর্ঘটনা সারা জিবনের কান্না'।

তাই কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়ের দিকে দৃষ্টি দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ..

নিবেদক- সাধারণ জনগনের একজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়