শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৩

বাবার চেহলাম অনুষ্ঠানের বাজার আর করা হলো না

সোহাঈদ খান জিয়া
বাবার চেহলাম অনুষ্ঠানের বাজার আর করা হলো না

দিন শেষে রাত গড়ালেই বাবার চেহলাম অনুষ্ঠান। মরহুম বাবার মাগফিরাতের জন্যে আয়োজিত দোয়ানুষ্ঠানে আলেম-ওলামা ও আত্মীয়-স্বজনরা আসবেন। আর এ চেহলাম অনুষ্ঠানের জন্যে বাজার করতে বাড়ি থেকে রওনা হলেন ছেলে কামরুল ইসলাম প্রধান (৩৫)। কিন্তু বাবার চেহলাম অনুষ্ঠানের বাজার আর করা হলো না কামরুলের। অটোবাইক কেড়ে নিলো তার প্রাণ। ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণের এনায়েতনগর এলাকায়।

জানা যায়, ১০ সেপ্টেম্বর শুক্রবার সকালে কামরুল ইসলাম তার পিতার চেহলাম অনুষ্ঠানের জন্য বাজার করতে যান। এনায়েতনগরের পূর্ব পাশে একটি অটোবাইক তাকে আঘাত করলে তিনি মাটিতে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয়রা জানান, শনিবার কামরুল ইসলামের পিতার চেহলাম অনুষ্ঠান। অনুষ্ঠানের বাজার করার জন্য সে বাজারে যায়। পরে লোকজনের মাধ্যমে জানতে পারি কামরুল দুর্ঘটনার শিকার হয়েছে। তাকে মতলব নিয়েছে চিকিৎসার জন্যে। পরে খবর পাই সে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়