প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৬
চাঁদপুরে ১৯টি সরকারি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৫৬ কেজি পোনা মাছ অবমুক্ত
চাঁদপুর সদর উপজেলায় ১৯টি সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫৬ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার দপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
|আরো খবর
৮ সেপ্টেম্বর বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী , মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য , সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মকবুল হোসেন , উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ প্রমুখ।