প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩০
হাইমচরে বন্যার পানিতে রাস্তার বেহাল দশা
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ হইতে সেচ প্রকল্পের বেড়ীবাঁধ (সোনা মিয়া চৌকিদার/সোনা মেম্বার)-এর দোকান পর্যন্ত সড়কটি গত ৩ বছর আগে কার্পেটিং করে কাজ করা হয়। গত ২০২০ সালের বন্যায় এই সড়কটি ভেঙ্গে গিয়েছিল।
|আরো খবর
স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ মাটি ভরাট করে রাস্তাটি মোটামুটি চলাচলের উপযোগী করেন। কিন্তু গত ৬ সেপ্টেম্বর সোমবার আকস্মিক বন্যার কারনে এই সড়কটি বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে।
প্রতিদিন চরাঞ্চল থেকে ৩-৪ শ’ মানুষ কাঁচামাল নিয়ে বিভিন্ন বাজারে যাতায়াত করে। হাইমচর উপজেলার অর্থনৈতিক অঞ্চল হিসেবে চরাঞ্চল সর্বোচ্চ ভূমিকায় রয়েছে। তাছাড়াও ২০১৮ সালের ৪ এপ্রিল প্রধানমন্ত্রী হাইমচর উপজেলার কমডেকা মাঠে হাইমচর উপজেলার চরাঞ্চল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যেখানে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী এই হাইমচর উপজেলার খেটে খাওয়া চরাঞ্চলের সাধারণ মানুষ নিয়ে ওই অঞ্চলের অর্থনীতি নিয়ে কথা বলেছেন, সেই অর্থনৈতিক অঞ্চলের সাধারণ জনগণ কাঁচামাল নিয়ে বিভিন্ন বাজারে যাতায়াতের জন্য যে রাস্তা ব্যবহার করছে, সে রাস্তার এ রকম করুণ অবস্থা চরাঞ্চলের সাধারণ মানুষের কাম্য নয়। রাস্তার আশপাশের পরিবারগুলোর যাতায়াত করতে মারাত্মক বেগ পেতে হচ্ছে। ফলে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।
এমতাবস্থায় চরাঞ্চলের সাধারণ জনগণ, এলাকাবাসী ও সচেতন মহলের দাবী যতদ্রুত সম্ভব এই সড়কটি পুনঃ মেরামত করা হোক।