রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১৯:৩২

হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচেষ্টায়

বিষধর সাপে কাটা যুবক মৃত্যুর হাত থেকে ফিরলেন

পাপ্পু মাহমুদ
বিষধর সাপে কাটা যুবক মৃত্যুর হাত থেকে ফিরলেন

বর্ষায় সাপের উপদ্রব বেড়ে যায়। প্রতি বছর বিষধর সাপের কামড়ে প্রানহানির ঘটনা ঘটে। সম্প্রতি সারা দেশে রাসেল ভাইপারের আতঙ্ক বিরাজ করছে সর্বত্র।

এক সময় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা চিকিৎসা তেমন হতো না। ছিলনা বিষধর সাপে কাটা রোগির জন্য এন্টিভেনম। কিন্তু বর্তমানে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি এন্টিভেনমও রয়েছে। এর সুফলও পেতে শুরু করেছে হাজীগঞ্জ বাসী।

গত শুক্রবার হাজীগঞ্জ উপজেলার মাতৈন গ্রামের মোঃ হারুনুর রশিদ (২০) নামে সাপে কাটা এক যুবক হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের প্রচেষ্টায় প্রায় মৃত্যুশয্যা যুবক সুস্থ হয়ে উঠে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ ডাক্তার মোঃ মহিবুল আলম রুবেল জানান, সাপে কাটা রুগীদের সময় ক্ষেপন না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে ভালো। ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসলে রোগীকে বাঁচানো সম্ভব হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়