শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫

আকস্মিক বন্যার পানিতে ঐতিহ্যবাহী হাইমচর বাজার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত

শরীফুল ইসলাম
আকস্মিক বন্যার পানিতে ঐতিহ্যবাহী হাইমচর বাজার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত

চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন ঐতিহ্যবাহী হাইমচর বাজারে ৬ সেপ্টেম্বর সোমবার (বাজারের হাটবার) দুপুরের পরে আকস্মিক বন্যার পানিতে ডুবে গেছে। এক পর্যায়ে অতিরিক্ত বন্যার পানি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেঘনার করাল গ্রাসে এ বাজারের ব্যবসায়ীরা অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইমচর উপজেলার সর্বোচ্চ ইজারাকৃত একমাত্র গরুর বাজার ঐতিহ্যবাহী হাইমচর বাজার।এ বাজার থেকে সরকার প্রতি বছর প্রায় ২০ লক্ষাধীক টাকা রাজস্ব আয় পেয়ে থাকে।কিন্তু দীর্ঘ ২০ বছরেও এই বাজারের কোন উন্নয়ন মুলক কাজ হয়নি।স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত হাইমচর বাজারের তেমন কোন উন্নয়ন হয় নি।

বাজার ব্যবাসায়ীদের সাথে আলোচনা করে জানা যায়, বর্তমানে বাজার টি অনেক নিচু, যার কারনে সামান্য বৃষ্টি হলেই বাজারে পানি জমে যায়,চলাফেরা করতে মারাত্মক ব্যাঘাত ঘটে।ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের রাস্তায় পানি জমলে সহজে সরে না,কাঁদা হয়ে চলাচলের অনুপযোগী হয়।কাঁচাবাজারে কোন সেড ঘর নাই।টয়লেট সহ আরো অনেক সমস্যায় জর্জরিত এই ঐতিহ্যবাহী হাইমচর বাজার।সামান্য পানি জমলেই নিরুপায় হয়ে ব্যবসায়ীরা মেইন রোডে মাছ বাজার,কাঁচাবাজার পরিচালনা করেন।

এমতাবস্থায়, বাজার ব্যবসায়ী সহ বাজার এলাকার সাধারণ জনগনের দাবী যতদ্রুত সম্ভব ঐতিহ্যবাহী হাইমচর বাজার সংস্করণের কাজ করা হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়