প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০
শাহরাস্তি গেইটে যানজট নিরসনে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আল্টিমেটাম
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাংগা নামে পরিচিত শাহরাস্তি গেইট এলাকায় প্রতিদিন যানজটে আটকা পড়ে দূর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
|আরো খবর
শাহরাস্তি গেইট এলাকা এখন যানজট নিত্যসঙ্গি। প্রতিদিন মেহের হতে কালিয়াপাড়া পর্যন্ত যানজট লেগে থাকার কারণে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। যাত্রীবাহী বাসগুলো প্রধান সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানো, নিয়মনীতি না মেনে সিএনজি অটোরিকশা চলাচল, সড়কের দু'পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠা।
যানজট নিরসনে ও যাত্রীদের দুর্ভোগ কমাতে শাহরাস্তি গেইট এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ৩১ আগষ্ট বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান শাহরাস্তি গেইট এলাকা পরিদর্শন করেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সড়কের দু' পাশে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা শনিবারের মধ্যে সরিয়ে দিতে নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, শাহরাস্তি গেইট এলাকার অবৈধ স্থাপনা সরিয়ে নিলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।