প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ২২:১৯
পুরাণবাজার দাসপাড়ায় শুভ জন্মাষ্টমী উৎসব
সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সুদৃঢ় করেছে : শিক্ষামন্ত্রী
চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়া জন্মষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পরুষোত্তম শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩১ আগস্ট মঙ্গলবার রাতে দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা, ধর্মীয় প্রতিযোগিতা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
ভার্চুয়ালি যুক্ত হয়ে এ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ও চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি-ধর্ম যার যার, উৎসব সবার। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ডাঃ দীপু মনি এমপি আরো বলেন, এই জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে আরও অনুপ্রাণিত করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আরো বলেন, শ্রী কৃষ্ণের বাণী অনুযায়ী দুষ্টের দমন করতেই আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা দ্রুতই এই চাঁদপুরবাসীর প্রাণের দাবীগুলোর বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শহর রক্ষা বাঁধ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ যাবতীয় কাজগুলো বাস্তবায়ন করবো। এ সময় তিনি দাসপাড়ায় মন্দির সংস্কার ও নতুন করে আরো ১টি মন্দির করে দেওয়ার প্রতুশ্রুতি দেন।পরে তিনি সকল সনাতনীকে শুভ জন্মাস্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।
দাসপাড়া উদযাপন পরিষদের সভাপতি রাজীব দের সভাপতিত্বে ও আযাচক আশ্রমের সভাপতি দুলাল চন্দ্র দাসের অনুষ্ঠান সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাধা গোবিন্দ গোপ। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অরুপ কুমার শ্যাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর সদর উপজেলা সভাপতি বাসুদেব মজুমদার, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তমাল ভৌমিক, দাসপাড়া উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দাস।
অনুষ্ঠান উপস্থাপনা করেন খোকন মজুমদার ও সার্বিক সহযোগিতা করেন লিটন সাহা। অনুষ্ঠানে দাসপাড়া কালীমন্দির ও সার্বজনীন দূর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সকল সদস্যবৃন্দ ও সনাতন ধর্মাম্বলী বহু ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।