প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১৮:৩৫
২৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন জেলা প্রশাসক
মঙ্গলবার ৩১ আগস্ট চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ২৫০ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছেন। চাঁদপুর স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতেয়াজ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন, ইবনে আল জায়েদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
|আরো খবর
বিতরণ পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী আপনাদের কথা ভাবেন।করোনাকালীন সব শ্রেণিপেশার মানুষই কষ্ট আছেন। পৃথিবীর কোনো শ্রেণির মানুষ এ সময় ভালো আছেন, তা বলা যাবে না। এই দুর্যোগ সময় যাতে ভালোভাবে অতিবাহিত করতে পারি, তার জন্য প্রধানমন্ত্রীর এই উপহার ।