প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:৪৭
মেঘনা এক্সপ্রেস ট্রেনের নীচে পড়ে যুবকের মৃত্যু
আবারো চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নীচে পড়ে এক যুবকের মৃত্যু হয়। জানা যায়, ৩০ আগষ্ট বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস চাঁদপুর শহরতলীর রেলওয়ে ওয়ারলেস গেইট এলাকা নামক স্থানে ট্রেনটি আসা মাত্র একজন যুবক ট্রেনের নীচে ঝাপ দিয়ে পড়ে আত্নহত্যা করেছে বলে জানা গেছে।
|আরো খবর
রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে, তিনি বলেন, আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তিনি আরো বলেন, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।