বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১২:২৭

চাঁদপুর থেকে মেঘনা এক্সপ্রেস কখন যাবে কক্সবাজারে

হাছান খান মিসু
চাঁদপুর থেকে মেঘনা এক্সপ্রেস কখন যাবে কক্সবাজারে

এখনই কক্সবাজার যাচ্ছে না চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস। বেশ কয়েকদিন দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুর থেকে আন্তঃনগর মহানগর মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যাওয়ার বিষয়ে প্রচার হচ্ছিলো।

সত্য মিথ্যা যাচাই না করে ও কোন তথ্যসূত্র না দিয়ে বেশ কয়েকজন আগামী পহেলা নভেম্বর থেকে মেঘনা এক্সপ্রেস টি চাঁদপুর থেকে চট্টগ্রামে হয়ে কক্সবাজারে সার্ভিসে চালু হচ্ছে বলে নিজেদের আইডি থেকে প্রচার করেন। এ বিষয়টি আদৌ সত্য নয়।

চাঁদপুর স্টেশন মাস্টার সোহাইবুল সিকদার জানান যেহেতু চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেন সার্ভিস চালু হচ্ছে। সেদিক বিবেচনা করে চাঁদপুরবাসীর সুবিধার জন্য চাঁদপুর থেকে মেঘনা এক্সপ্রেসটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারে সার্ভিস চালুর জন্য মন্ত্রণালয়ে তিনি চিঠির মাধ্যমে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন। তিনি জানান যেহেতু ভোর সোয়া ৫টায় চাঁদপুর থেকে মেঘনা এক্সপ্রেস টি ছেড়ে গিয়ে চট্টগ্রামের সকাল সাড়ে ৯টায় পৌঁছায় এবং বিকাল ৫ টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে, মাঝখানে একটি দীর্ঘ সময় চট্টগ্রাম স্টেশনে এ কোচটি বসে থাকে। এ কোচটিকে দীর্ঘ সময় বসিয়ে না রেখে কক্সবাজার রুটে চালুর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা করে চিঠি পাঠিয়েছেন। মন্ত্রণালয় যদি বিষয়টি অনুমোদন দেয় তবেই চালু করা যাবে মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে সার্ভিস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়