প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ২১:২৬
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় (দেখুন ভিডিও)
“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে লালন করে কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
শনিবার (২৮ আগস্ট) সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরে উদ্যোগে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান।
এ সময় তিনি- বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি নির্ভর এই জনবহুল দেশের গ্রামীণ জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় নিরলশভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে প্রাণীজ আমিষের ৬০% মৎস্য সম্পদ হতে যোগান দেয়া সম্ভব হচ্ছে। অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে ৩য় এবং চাষকৃত বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনে ৫ম অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশে মাছের উৎপাদন ৪৫.০৩ লক্ষ মেট্টিক টন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগে আইনি প্রক্রিয়ায় প্রাপ্ত বিশাল সামুদ্রিত জলাশয় হতে মূল্যবান প্রাণীজ ও আমিষের স্থায়ীত্বশীল আহরণ অব্যাহত রেখে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে সবাইকে নিয়ে একযোগে কাজ করে যেতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার প্রমুখ।
এসময় সিনিয়র উপজেলা সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক ওমর ফারুক সাইম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব ও সদস্য সাইফুল ইসলাম সুমনসহ কচুয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।