প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ১৬:৪৭
জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উপলক্ষে হাইমচরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দূর করি' এ শ্লোগানে ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হাইমচরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
২৮ আগষ্ট শনিবার সকালে হাইমচর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তর এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান রিয়াদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক বি এম ইসমাইল, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, প্রচার সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসাইন, সাংবাদিক মোতাহের হোসেন স্বপন, শাহ আলম মিজি, মহসিন পেদা, শরীফ মোঃ মাছুম বিল্লাহ, রুবেল হোসাইন, জাহিদুল ইসলাম, কবির কোতওয়াল, সবুজ হোসাইন, জাহাঙ্গীর হোসেন সহ মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান লিখিত বক্তব্য পাঠে সাংবাদিকদের জানান, হাইমচর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১৫-১৬ হতে ২০২০-২১ পর্যন্ত মোট ১টি সিবিজ, ২ টি ইউনিট খাঁচা ও ২৮ প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে। এছাড়াও ২০১ জন চাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
একই সময়ে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ৫টি পেন কালচার, ৫টি খাঁচা, ৪ টি ইউনিট, ১২ টি প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে। একই সাথে ২৪০ মাছ চাষি ও ৪ হাজার ২৮০ জেলেকে বিকল্প আয়বর্ধক কর্মসূচির প্রশিক্ষণ ও ৫ হাজার ৪৬০ জন মৎস্যজীবীকে বিকল্প কর্মসংস্থানের উপকরণ দেওয়া হয়েছে।