প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:৩৯
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাহবুর রহমান শাহিনের উদ্যোগে মিলাদ ও দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান শাহিনের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
২৭ আগস্ট শুক্রবার বাদ মাগরিব চাঁদপুর শহরের গুয়াখোলাস্থ মাহবুবুর রহমান শাহিনের বাসসভবনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গুয়াখোলা মদিনা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শামছুদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নেতা শাহনেওয়াজ খাঁন, কাইয়ুম খান, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী, কেন্দ্রীয় নাগরিক দলের সিনিয়র সহ সভাপতি দেওয়ান মোঃ জুয়েল, জেলা যুবদলের সহ সভাপতি শাহানুর বেপারী শানু, কাজী সোহেল, জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক ওসমান হোসেন জনি, জেলা যুবদল নেতা আবু আহমেদ,জাহাঙ্গীর প্রধানিয়া, আলমগীর, মজিব, হিরনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ দিকে,সন্ধ্যায় তিনি দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
হাইমচরসহ চাঁদপুর শহর কেন্দ্রিক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মাহবুর রহমান শাহিনের বাসভবনে উপস্থিত ছিলেন।
এরপর তিনি চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।