বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ২১:১৩

জনপ্রতিনিধিদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতবিনিময় সভায় যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রীও

প্রাধান্য পেয়েছে আধুনিক নৌ বন্দর মেডিকেল কলেজ ও শহর রক্ষায় স্থায়ী বাঁধ

অনলাইন ডেস্ক
প্রাধান্য পেয়েছে আধুনিক নৌ বন্দর মেডিকেল কলেজ ও শহর রক্ষায় স্থায়ী বাঁধ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম চাঁদপুরে দুদিনের সরকারি সফরে এসে শেষদিন বৃহস্পতিবার স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা করেছেন।

এ মতবিনিময়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। একইভাবে সংযুক্ত হয়েছেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)। জনপ্রতিনিধিদের মধ্যে উল্লেখযোগ্য যারা উপস্থিত ছিলেন তাঁরা হচ্ছেন: জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারীসহ বিভিন্ন পৌরসভার মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ।

সভার শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি তাঁর বক্তব্যের শুরুতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলেন, এখানে আমার সিনিয়র একজন মন্ত্রী আছেন। তিনি রাজনৈতিক মন্ত্রী, আবার দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। অতএব তাঁর সাথে সমন্বয় ও পরামর্শ করেই আমি এই জেলার উন্নয়ন কর্মকাণ্ড করবো।

পরে তিনি উপস্থিত সকল জনপ্রতিনিধির কাছে নিজ নিজ এলাকার বড় বড় কোনো সমস্যা এবং উন্নয়ন করার বিষয়ে সংক্ষিপ্ত আকারে জানতে চান। এরপর সকল জনপ্রতিনিধি নিজ নিজ এলাকার জন্যে উল্লেখযোগ্য কিছু উন্নয়ন প্রকল্প তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আধুনিক চাঁদপুর নদী বন্দর নির্মাণ, চাঁদপুর মেডিকেল কলেজের জন্যে স্থায়ী ক্যাম্পাস এবং চাঁদপুর শহর রক্ষায় স্থায়ী বাঁধের ব্যাপারে যে মেগা প্রকল্প দেয়া আছে, সে বিষয়টি পরিকল্পনা প্রতিমন্ত্রীর দৃষ্টিতে আনেন।

প্রতিমন্ত্রী মেঘনার ভাঙ্গন প্রসঙ্গে বলেন, চাঁদপুর অঞ্চলে মেঘনা নদীতে বেশ কিছু ডুবোচর রয়েছে, আবার মিনি কক্সবাজারের মতো কিছু চর জেগেছে মেঘনার বুকে। যে সব চর মেঘনার পানির স্বাভাবিক গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করছে। আর নদী তার পথচলায় বাধাপ্রাপ্ত হলেই সে পাল্টা আঘাত করবে। আর সে আঘাতই এখন চাঁদপুরকে ভাঙছে। তাই এ সব ডুবোচর এবং জেগে ওঠা চর আগে খনন করে মেঘনার গতিপ্রবাহকে স্বাভাবিক করে দিতে হবে। তখনই শহর রক্ষা বাঁধ টিকবে। না হয় যতই আমরা বাঁধ দেই না কেনো, এটি স্থায়ী হবে না। আর আধুনিক নদী বন্দর এবং মেডিকেল কলেজের বিষয়টি কী অবস্থায় আছে, তা তিনি খোঁজ নিয়ে জেনে শিক্ষামন্ত্রীর সাথে সহসা এ বিষয়ে বসবেন বলে জানান।

এছাড়া অন্যান্য উন্নয়ন প্রকল্পের ব্যাপারে তাঁর মূল কথা ছিল-যে কোনো উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করার আগে আমাদের ভাবতে হবে এর আউটপুট কী। আগামী ৫০-১০০ বছরে এর ফল কী দাঁড়াবে, এসব চিন্তা মাথায় এনে কাজ করতে হবে।

তিনি প্রসঙ্গক্রমে বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মাঝে নানা কারণে বিরোধ, দূরত্ব বা মান-অভিমান থাকতেই পারে। এর প্রভাব কোনো উন্নয়ন কর্মকাণ্ডে পড়বে না এবং উন্নয়ন বাধাগ্রস্ত হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়