প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ১৬:০৬
হাইমচরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মাস্টারের ইন্তকাল
হাইমচর উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মাস্টারের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে ।
|আরো খবর
আজ বাদ জোহর তাঁর নিজবাড়ির নিকট জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় প্রিয় শিক্ষকের সাবেক ও বর্তমান ছাত্র, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সহকর্মী, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, বন্ধু, আত্মীয়, স্বজন, শুভাকাংখী মিলে প্রায় শহস্রাধীক মুসল্লী অংশগ্রহণ করেন ।
তাৎক্ষনিক আলোচনায় অংশ নেন চাঁদপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সহ সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক মোঃ মাহারুল ইসলাম (শফিক), হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ আহবায়ক, জাহাঙ্গীর বেপারী, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাষ্টার, বর্তমান প্রধান শিক্ষক রুহুল আমিন ও পরিবারের পক্ষে মরহুম সৈয়দ মাষ্টারের ছোটভাই মোঃ হাবিবুর রহমান বেগ।
বক্তাগণ মরহুম সৈয়দ মাষ্টারের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ।
আলোচনা পর জানাজার নামাজ শেষে মরহুম সৈয়দ মাস্টারকে তার পিতা-মাতার কবরের পাশেই তাঁকে চির শায়িত করা হয়।