প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ১৭:৪২
কচুয়ায় আল আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন
চাঁদপুরের কচুয়া উপজেলার আলীয়ারা বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় আলিয়ারা বাজারস্থ ব্যাংকের আউটলেট শাখায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার সাবেক পরিচালক ও সিনিয়র জেলা জজ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-আরাফা ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক ও এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আউটলেট শাখার এজেন্ট আব্দুল্লাহিল কাফী।
বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম এ তাহের, বিশিষ্ট সমাজসেবক মো. মহরম আলী মাস্টার, নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাবেক সভাপতি মো. আবু সায়েম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রশিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. সোহাগ খান, কাজী মো. সফিকুল ইসলাম, আলিয়ারা বাজার কমিটির সহ-সভাপতি মো. মোবারক হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক ডা. বিশ্বনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মুন্সী, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মো. ইউনুস হাসান মিঠু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত আল-আরাফা ইসলামী ব্যাংকের এই আউটলেট শাখা থেকে গ্রাহকগণ ব্যাংকের একটি পূর্ণাঙ্গ শাখার সকল সুযোগ সুবিধা পাবেন। এখানে সব ধরনের ব্যাংকিং লেনদেন করা যাবে স্বাচ্ছন্দে। তিনি ব্যাংকিং কার্যক্রমে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, কচুয়া উপজেলার আলিয়ারা বাজারের মতো প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং সেবা চলে আসায় সাধারণ মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আলী। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলিয়ারা বাজার জামে মসজিদের খতিব হাফেজ মো. রফিকুল ইসলাম।
এ সময় এলাকার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাবেক সিনিয়র জেলা জজ অতিথিদের নিয়ে ফিতা কেটে আউটলেট শাখার উদ্বোধন করেন।