বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ২১:০২

ফরিদগঞ্জে যুবদল নেতা শহীদ বাবুলের পরিবারকে নতুন ঘর দিলেন এম এ হান্নান  

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জে যুবদল নেতা শহীদ বাবুলের পরিবারকে নতুন ঘর দিলেন এম এ হান্নান  

২৫শে আগস্ট বিকালে রুপসা উওর ইউনিয়নের বারপাইকা গ্রামের শহীদ বাবুলের বাড়িতে ঘরনির্মাণ শেষে এর শুভ উদ্বোধন করা হয়। আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচী হিসেবে ২০১৩ সালের ২৫শে অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আহবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল, সেইদিন বিকেলে উপজেলা সদরের টিএন্ডটির মোড়ে (সন্মুখে) পুলিশের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন, এতে রুপসা উওর ইউনিয়নের বাবুল নামে এক যুবদল নেতাও মৃত্যুবরণ করে।

বাবুলের পরিবার এতে অসহায় হয়ে পড়ে। অনেক দুঃখ কষ্টে দিনাতিপাত করতে থাকেন তারা। বিভিন্ন সময়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করে গিয়েছেন। কিন্তু বাবুলের পরিবারের জরাজীর্ণ ঘরে বসবাস করা অসম্ভব হয়ে পড়ায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও শিল্পপতি এম এ হান্নান বাবুলের মৃত্যু বাষির্কীতে কবর জিয়ারত করতে গিয়ে তাদের একটি ঘরনির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

পরে উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সার্জারি চিকিৎসক ডাক্তার আবুল কালাম আজাদ, লায়ন আল আমিন, যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম (নান্টু), পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, সেচ্ছাসেবক দলের আক্তার হোসেন ও রুপসা উওর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আলহাজ বিল্লাল হোসেন ভূঁইয়া, ৩নং সুবিদপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ইমাম হোসেন. আস্টা বাজারের মনির হোসেন পাটোয়ারী সহ আরও কয়েকজনের আর্থিক সহযোগিতায় ও তদারকিতে ঘরনির্মাণের কাজ ইতিমধ্যে সমাপ্তি হয়েছে ।

আজ শুভ উদ্বোধনে উপরে উল্লেখিত ঘর নির্মাণে আর্থিক সহযোগি ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক খান, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক হোসেন, কামরুল ইসলাম, আরিফ পাটোয়ারী ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি এম এ হান্নান বাবুলের বড় ছেলে মোঃ কাউছার হোসেনকে মার্কেন্টাইল ব্যাংকে চাকুরী ব্যবস্থা করে দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়