প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ১৭:০২
২৬ আগস্ট শুরু হচ্ছে বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে করোনার টিকা কেন্দ্র
২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করোনার টিকাদান কেন্দ্র শুরু হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ।
|আরো খবর
সুরক্ষা ওয়েবসাইটে টিকাদান কেন্দ্র হিসেবে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিবন্ধন প্রক্রিয়া থাকলেও চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব কোনো টিকা কেন্দ্র না থাকায় জেলা হাসপাতালেই সদর উপজেলার সকলকে টিকা নিতে হয়েছে।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে করোনার টিকা কেন্দ্রে অতিরিক্ত চাপ কমানোর জন্য সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. সাজেদা পলিনের তত্ত্বাবধানে বাবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ টিকা কেন্দ্র চালু হতে যাচ্ছে।
জানা যায়, সুরক্ষা এ্যাপ এবং ওয়েবসাইটে নিবন্ধিত এবং টিকা দানের মেসেজ পাওয়া শর্তে প্রত্যেকে সিনোফার্মের টিকা গ্রহণ করতে পারবেন।