শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ১৮:৪৬

চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগ

আমিনুর রহমান বাবুল ও তার পরিবারের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

সিনিয়র স্টাফ রিপোর্টার
আমিনুর রহমান বাবুল ও তার পরিবারের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুলসহ পরিবারের সদস্যবৃন্দের করোনা পজেটিভ হয়েছে। তাদের রোগমুক্তি কামনাসহ পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ ও তাদের আত্মীয় স্বজন করোনায় মারা গেছেন, সকলের রুহের মাগফিরাত এবং করোনা পজেটিভ সবার সুস্থ্যতা কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ ২৪ শে আগস্ট মঙ্গলবার বাদ আছর চাঁদপুর শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত শহীদ এবং ২১শে আগস্টে গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের পেস ইমাম মুফতি মাহবুবুর রহমান ও মুফতি মাহমুদুল হাসান।

এ সময় দোয়া অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, প্রচার ও দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ কবীর পাটওয়ারী, তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মন্টু, ত্রাণ সম্পাদক মনছুর জিলানী, সদস্য নাছির খান, টিপু, মমিন জমাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউছারসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ।

পরে উপস্থিত সকল মুসুল্লীর মাঝে তবারুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়