প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ১৭:৪৩
বাগাদীতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
আজ রোববার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। ৩৩৩ নাম্বারে ফোন করা ১০ জন অসহায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
|আরো খবর
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন হিরু, ইউপি সচিব মহিবুল আহসান, ইউপি সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।
অসহায় যাদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে তারা হচ্ছে : ভুলু বেগম, সুমন মিজি, ফারুক, রাসেল, রেহেনা, বেলায়েত, মহসিন, খোকন, দুলাল ও বিউটি।