শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১৩:৫৯

চাঁদপুর শহরের রাস্তায় গরুর অবাধ বিচরণ ঠেকাতে পৌরসভার অভিযান

চাঁদপুর শহরের রাস্তায় গরুর অবাধ বিচরণ ঠেকাতে পৌরসভার অভিযান
মিজানুর রহমান

চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে অবাধে বিচরণ করছে গরু। এতে শহরে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শহরে নিয়মিত যানজট দেখা যাচ্ছে।

এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। শহরের স্বাভাবিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি রাস্তায় গরু বিচরণ করতে দেখা যায় পুরান বাজার এলাকায়।

শহরের বাসিন্দা ও যানবাহন চালকরা বলছেন, শহরের সড়কগুলোতে প্রতিদিন অসংখ্য গরু বিচরণ করে। মালিকরা খাবার খরচ সাশ্রয় করতে শহরের রাস্তায় তাদের গরু ছেড়ে দেয়।

এসব গরু শহরে ঘুরে বেড়ায়। অনেক সময় সড়কের মধ্যে দাঁড়িয়ে ও শুয়ে থাকে।রাস্তার ওপর মলমূত্রত্যাগ করায় স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে নামাজ পড়তে যাওয়া মুসল্লী তথা পথচারীদের জামা কাপড় নষ্ট হয়।

চাঁদপুর পৌরসভা সূত্রে জানা যায়, সড়কে গরুর অবাধ বিচরণ বন্ধ করতে পৌরসভা একাধিকবার উদ্যোগ নিয়েছে।

গত ১৩ই নভেম্বর পুরান বাজারের বিভিন্নস্থান থেকে ৬টি গরু জব্দ করা হয়।১৫ নভেম্বর বুধবার আবার অভিযান শুরু করে পৌরসভার জনস্বাস্থ্য বিভাগ।

এদিন সকাল থেকে রয়েজ রোড এলাকা হতে বেশ ক'টি গরু আটকানো হয়।

পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু জানান,মেয়রের নির্দেশে আমরা রাস্তায় বিচরণ করা গরুগুলো জনস্বার্থে আটকানোর অভিযান পরিচালনা করছি। এ পর্যন্ত অনেকগুলো গরু জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে গরুর মালিকদের সতর্ক করার পরও তাদের গরুগুলো রাস্তায় ছেড়ে দিচ্ছে । আমরা গরু আটকে রাখার ব্যবস্থা করেছি। জরিমানা করার পরও সর্তক না হলে প্রয়োজনে জেলা প্রশাসনের সহায়তায় গরুর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

মধুসূদন হাইস্কুল পলাশের মোড়ের দোকানদার জাহাঙ্গীর জানান, এ এলাকায় অনেক গরু বিচরণ করে। সকালে সড়কে গরু ছেড়ে দিয়ে যান মালিকরা, সারা দিন সড়কে ঘুরে ঘুরে ডাস্টবিনে থাকা খাবার খায়। আবার রাতে নিয়ে যান তাঁরা।আবার অনেক গরু দিনের পর দিন রাস্তাতেই থাকে।

ব্যাটারিচালিত অটোচালক মামুন(২৫) বলেন, ‘সড়কে অবাধে গরুর বিচরণে আমাদের গাড়ি চালাতে অনেক অসুবিধায় পড়তে হয়। হঠাৎ সড়কে গরু নামলে জোরে ব্রেক ধরতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে।’

এদিকে, সচেতন মহল পৌর কতৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়