প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ১২:২৪
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
হাজীগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যুর হয়েছে । ২২ আগস্ট রোববার সকালে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ মোল্লা বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। জানা যায়, নানার বাড়ীতে বেড়াতে এসে নিহত শিশু আনাছ (৬) এর বাড়ী ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামে। তার বাবা বিল্লাল হোসেন সৌদি প্রবাসী।
|আরো খবর
মোল্লা বাড়ির সুমন মোল্লা ও শিশুর মা সাথী বেগম জানান, সকালে বাসার পাশে খেলতে গিয়ে বিদ্যুতের তারের সাথে তার দেহ জড়িয়ে থাকতে দেখা যায়। আমরা দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনাছকে মৃত ঘোষণা করে।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. শাহআলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাস্থলে এসে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. হারুন শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।