শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১৮:০৫

প্রতিভাকে বিকশিত করার অন্যতম মাধ্যম বিতর্ক : রোটা. ডা. এ কে এম মাহবুবুর রহমান

প্রতিভাকে বিকশিত করার অন্যতম মাধ্যম বিতর্ক : রোটা. ডা. এ কে এম মাহবুবুর রহমান
রেদওযান আহমেদ জাকির /মুহাম্মদ আরিফ বিল্লাহ/জিএম আব্দুল কাদের।।

'বিতর্কে আজ নতুন জোয়ার, যুক্তিতে যুগ খুললো দুয়ার' এই শ্লোগানকে ধারণ করে মতলব দক্ষিণে পাঞ্জেরি চাঁদপুর কন্ঠের আয়োজনে জমজমাট বিতর্ক প্রতিযোগিতার প্রান্তিক পর্ব সম্পন্ন হয়েছে। গত ২৮ অক্টোবর শনিবার সকাল সাড়ে আটটায় মতলব দক্ষিণ উপজেলার কচিকাঁচা মেলা মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়।

মতলব দক্ষিণ উপজেলার ৪ টি প্রাথমিক বিদ্যালয়, ৭ টি উচ্চ বিদ্যালয় এবং ২টি কলেজ পাঞ্জেরি চাঁদপুর কন্ঠ বিতর্ক প্রতিযোগিতার প্রান্তিক পর্বে অংশ গ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন দ্বাদশ পাঞ্জেরি চাঁদপুর কন্ঠ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ও চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডা. পীযূষ কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পাঞ্জেরি চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আইনুন্নাহার কাদরীর সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক ও চাঁদপুর কন্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মতলব রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. এ কে এম মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতিভাকে বিকশিত করার অন্যতম মাধ্যম বিতর্ক। তিনি আরও বলেন, বিতর্ক একজন শিক্ষার্থীকে আত্মপ্রত্যয়ী হতে শেখায়। শিক্ষার্থীকে স্মার্ট নাগরিক হতে সহায়তা করে। প্রথম ও দ্বিতীয় হওয়ার চেয়ে সৃজনশীল হওয়া আবশ্যক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে রেজাল্ট খারাপ হয় না বরং পরিপূর্ণ মানুষ হওয়া যায়। বোকা ব্যতীত সকলেই যুক্তিকে সম্মান করে। বিতর্ক ও তর্কের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যারা বিতর্কে অংশগ্রহণ করে তারা অনেক সাহসী। কারণ এত ছোট বয়সে আমি নিজেও বিতর্কে অংশগ্রহণ করিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব সূর্যমুখী মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র সরকার, কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, দৈনিক চাঁদপুর কন্ঠের মতলব দক্ষিণ প্রতিনিধি ও নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ প্রমুখ।

বিচারকের দায়িত্ব পালন করেন পুরান বাজার ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও চাঁদপুর কন্ঠ ডিবেট ফোরামের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান পাটোয়ারী, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন সদর উপজেলা শাখার সভাপতি মো. মাসুদুর রহমান, চাঁদপুর কন্ঠ বিতর্ক একাডেমির সমন্বয়কারী মো. আবু হানিফ।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন সিকেডিএফ চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. আবু সালেহ, সিকেডিএফ মতলব উত্তর উপজেলা যুগ্ম সম্পাদক মো. রোবেল হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি বিজয়ী হয়। তার প্রতিপক্ষ ছিল ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা গোপাল ঘোষ। প্রতিযোগিতায় ১৪৪ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। তার প্রতিপক্ষ ছিল কচিকাঁচা প্রি ক্যাডেট স্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ১৪৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলনেতা আরিয়ান আল-আরাফ।

সাতটি মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে লিটল স্কলার্স একাডেমি বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা দল প্রধান ফাহিমা ইসলাম নোভা। তাদের প্রতিপক্ষ ছিল বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা প্রতিযোগিতায় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় এর দলনেতা উম্মে হানি কনা। তাদের প্রতিপক্ষ দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দলের দ্বিতীয় বক্তা সাহান ইসলাম। প্রতিযোগিতায় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দ্বিতীয় বক্তা আয়েশা আক্তার মহিমা। তাদের প্রতিপক্ষ নওগাঁও উচ্চ বিদ্যালয়।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে মতলব সরকারি কলেজ বিজয়ী হয়। তাদের প্রতিপক্ষ রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বক্তা শারমিন আক্তার।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও বিশিষ্টজনদের পরিচয় করিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দ্বাদশ চাঁদপুর কন্ঠ পাঞ্জেরি চাঁদপুর কন্ঠের মুন্সিরহাট প্রতিনিধি জিএম আব্দুল কাদের, ফ্রেন্ডস ৯৯ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন রাজু, লিটল স্কলার্স একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সেলিম প্রধানিয়া, স্ট্যান্ডার্ড টেলেন্ট একাডেমীর প্রতিষ্ঠাতা আশরাফুল জাহান শাওলিন, অধ্যক্ষ রাধেশ্যাম মন্ডল।

অংশগ্রহণকারী বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন মতলব সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, রয়মনেন নেছা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শাহজাদী, লিটল স্কলাস একাডেমির সহকারী শিক্ষক আলামিন ভূঁইয়া, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম টিপু, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শহিদুল্লাহ প্রধান, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক কেএম ফয়জুল ইসলাম, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, দগরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয়, ১৪৪ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান, কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক রিনা বনিক, স্ট্যান্ডার্ড টেলেন্ট একাডেমীর সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়