প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ১৮:২৯
হাজীগঞ্জে ট্রেনে কাটাপড়া অজ্ঞাত লাশ আঞ্জুমানে হস্তান্তর
চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ অংশে ট্রেনে কাটাপড়া অজ্ঞাত নিহতের লাশ আঞ্জুমানে হস্তান্তর করেছে রেল পুলিশ। বিষয়টি চাঁদপুর কন্ঠকে মুঠোফোনে নিশ্চিত করেছে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্লা বাহার।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে লোকাল ট্রেন সাগরিকা চাঁদপুর থেকে লাকসাম যাওয়ার সময় হাজীগঞ্জের বলাখাল রেল ষ্টেশনে পশ্চিমে সাতবাড়িয়া ছোট মিজির বাড়ির সামনে অজ্ঞাত ব্যক্তি (৩৫) ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে
লাশের প্রত্যক্ষদর্শী মোতালেব নামে স্থারীয় একজন জানান, লাশটি লুঙ্গি কাছা (গোজ) দেয়া ও খালি গায়ে ছিলো। হালকা পাতলা গড়নের শ্যমলা লোকটি স্বাভাবিকভাবে মনে হয় ভবঘুরে টাইপের হবে।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্লা বাহার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। লোকটির পরিচয় না পাওয়ায় আমরা আঞ্জুমানকে লাশ হস্তান্তর করে দিয়েছি।