শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:৪০

কচুয়ায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ শ্লোগানে কচুয়ায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আইসিটি অধিদপ্তরের সহযোগীতায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় পরিষদ চত্ত্বরে অস্থায়ী বেদীতে শেখ রাসেলে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পরিষদ হলরুমে প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়। উদ্বোধন শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়