শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবস উদযাপন
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব।।

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনে প্রবাসে বসবাসরত শিশু কিশোরদের নিয়ে আনন্দঘন পরিবেশে ১৮ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শেখ রাসেলের ৬০তম জন্মদিন কেক কেটে পালিত হয়েছে।

শুরুতে দূতাবাসে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাসের মিশন উপ-প্রধান মোঃ আবুল হাসান মৃধা। এ সময় দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটির দুটি স্কুল ও কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশ' শিশু- কিশোর ও রিয়াদে বসবাসরত অভিবাসীরা অংশ নেয়।

মিশন উপ-প্রধান মোঃ আবুল হাসান মৃধা শহীদ শিশু শেখ রাসেলের প্রতি গভীর ভালোবাসা বুকে ধারণ করে প্রবাসের শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিলেন এক প্রাণবন্ত, উজ্জ্বল সম্ভাবনাময় শিশু, যে জাতির পিতার সান্নিধ্যে একজন আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠছিলেন। ঘাতক চক্র এই অমিত সম্ভাবনার শিশু শেখ রাসেলকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও পরিবারের অধিকাংশ সদস্যদের সাথে নির্মমভাবে হত্যা করে, যা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।

মিশন উপ-প্রধান বলেন, শহীদ শেখ রাসেল আজ শিশু-কিশোরসহ বাংলাদেশের সকল মানুষের কাছে গভীর ভালোবাসার নাম। তিনি সৌদি আরবে বেড়ে ওঠা সকল শিশু-কিশোরকে জাতির পিতার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে জীবন গঠনের পরামর্শ দেন । তিনি আশা প্রকাশ করেন, আজকের শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।

দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন স্কুলের শিক্ষার্থীরা। সৌদি আরবের কমিউনিটি স্কুলের চারজন শিক্ষার্থী শেখ রাসেলের জীবনীর ওপর বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীরা শেখ রাসেল ও জাতির পিতার পরিবারের অধিকাংশ সদস্যের হত্যাকারী পলাতক খুনিদের দেশে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার অনুরোধ জানায়। অনুষ্ঠানে শেখ রাসেলের ওপর নির্মিত একটি থিম সং ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে মিশন উপ-প্রধান সবাইকে নিয়ে কেক কাটেন। শেখ রাসেল দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ বাংলা শাখার শিক্ষার্থী, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্য সুমাইয়া তাহা অথৈ এবং ইংরেজি শাখার শিক্ষার্থী সুবা আজাদের যৌথ সঞ্চালনায় দূতাবাসের অডিটোরিয়ামে শিশু-কিশোরদের নিয়ে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়